২০৬ বার পড়া হয়েছে
প্রচ্ছদ
সাঈদা চৌধুরী
এক প্রান্তরের সীমারেখায় দাঁড়িয়ে
আবহকাল ধরে একটি প্রতিচ্ছবি আঁকি
ক্যানভাসখানি পূ্র্ণতা টানতে
আপ্রাণ চেষ্টায়রত থাকি
তবু অপূ্র্ণ থেকেই যায়।
দেখতে দেখতে সন্ধ্যামণি বুঁজিছে আঁখি
আগন্তুক এসে পথিকেরে বলে,
পথে চলিতে দেখেছো কি কোথাও
আমার প্রাণের স্বজনেরে ?
কত যুগ ধরে হাতে হাত রেখে
চলেছি পথে পথে
সাথেই তো ছিল
এখন তবে আমায় একা রেখে
কোথা গেল সকলে !
—————–
সাঈদা চৌধুরী
১৪/১/২০২৩
১ Comment
very good job; congratulations