পৌষ
– এটিএম ফারুক আহমেদ
তারিখ: ০৯.০১.২০২৩ ইং
পৌষ চলে যায়, মাঘ ধেয়ে আসে
আমাদের জীবন ক্ষয়ে যায়
বিনয় আবেগে বাঁশি বাজায়
আমাদের দৃষ্টি নিবদ্ধ ওর দিকে
ওর সকল অবয়ব জুড়ে বাঁশি সুর তোলে
ওর সেদিকে লক্ষ্য নেই মোটে
তন্ময়, আবেগে উন্মুখ উচ্ছল সে
সকলকে আনন্দ দিয়ে নিজকে ছাড়িয়ে দৃষ্টি তার যায় সীমানা পেরিয়ে
তবুও ফাগুনের বিশুদ্ধ দখিনাকে সে আহ্বান করে
মুগ্ধ চকিত নজর তার কার যেন দৃষ্টি কাড়ে
সেই নবীনা এসে পাশে দাঁড়িয়ে শোনে যায় নীরবে
আমাদের দৃষ্টি ফেরাতে পারেনি তাকে
শীতের তীব্রতা এতো বেশি
তবুও হাসি আনন্দের বাঁধ ভাঙা হাসি
গাছে গাছে আম্রমুকুল মুন্জরিত দেখি
ফসলের মাঠে রবিশস্য, কাউন ভূট্রোর ছড়াছড়ি
বাতাসে দোল খায় শ্যামল বাংলা
নদী বিল খালে মাছ ধরার উৎসব
কিষাণ কিষাণী ধান লয়ে ব্যস্ত ত্রস্ত
ঢেঁকিশালে ঢেকি, গো-শালে গোহাল
বড়ই মধুর বাংলা আমার
আমি মাথা নুইয়ে কুর্নিশ করি তোরে
মা জননী আশীর্বাদ দাও মোরে
আজন্ম যেন এমনি ভালোবেসে
যেতে পারি জননী তোরে
মা, মা এ-ই সবুজ শ্যামলের দেশে
আমার মাথায় দে না একটু আদর,
সোহাগ মাখা হাত বুলিয়ে!
_______________
– এটিএম ফারুক আহমেদ
সাবেক পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা
তারিখ: ০৯.০১.২০২৩ ইং