পৃথিবী সফর শেষে।
সাইফ সাদী।
আমি স্রষ্টার ফুৎকারে জ্বলে ওঠা বিস্ময়কর সৃষ্টি
আমার ক্ষয় নেই, ধ্বংস নেই, নিঃশেষ হওয়ার ভয় নেই
আমি ছিলাম, আছি, এবং থাকবো আশরাফ রূপে।
পৃথিবী একটি রেলওয়ে জংশন, চলছে আমার সফর
এখন বাড়ি ফেরার পথে সাময়িক যাত্রা বিরতি ।
এই জংশনে কত চরিত্রের মঞ্চায়নে কী বৈচিত্র্য!
আমাকে মায়ার ধুম্রজালে মোহন সূতায় আটকে রেখে
চিরকাল থাকার বাসনা জাগায় নফস- কামিনী
অথচ, ট্রেন আসার সময় হয়ে এলো, বাজে হুইসিল
আমাকে যেতেই হবে, চলে যাবো। চিত্তে আজ
বাড়ি ফেরার মহা আনন্দ। আহা পুলকিত সুখ।
পৃথিবী সফরে এই জংশনে প্রেম ছড়াতে এসেছিলাম
যদিও রাগ অভিমান, আর হিংসা- বিদ্বেষের এই স্টেশনে
নিজেকে বড়ো অসহায় মনে হয় বারবার
যদিও আমাকে অযথা কাঁটার আঘাত সহ্য করতে হয়েছে
অথবা, ভুল বুঝে কেউ দিয়েছে ইউরেনিয়াম কষ্ট
তবুও যাবার বেলায় অকপটে বলছি কারও প্রতি
আমার অভিযোগ নেই, কারও প্রতি কষ্টও নেই
আমিতো শুধুই ভালোবাসা চাষ করি হৃদয়ে।
আমার কথায় অথবা কাজে ভেঙে থাকি যদি কারও মন
স্বজাতি ভেবে, করুণা করে ক্ষমা করিও বন্ধু
আর যদি না হয় দেখা, যদি হয়ে যায় জীবনের সাঙ্গ
পৃথিবী সফর শেষে ছেড়ে যাই যদি এই বিচিত্র জংশন
ভালোবাসায় সিক্ত করে একবার ফাতেহা বখশিও।
সকল সফর শেষে আবার দেখা হবে বাড়ি ফেরার পর