১৪৫ বার পড়া হয়েছে
পূর্ণ করো হিয়া
শান্তা কামালী
আধখানা তুমি আমায় দিলে?
আমি কতোটুকু দিতে পারি,
যদি হই আমি তৃতীয়ার চাঁদ,
তুমি আসমান হইয়ো তারই।
তুমি যদি হও বরষার মেঘ,
আমি বিদ্যুৎ হানি,
সাজাবো তোমার জরীন খোঁপার
আলগা বিনুনি খানি।
তুমি যদি হতে পারো
ফাগুনের দিনে পলাশের কচিপাতা,
আমি পলাশ হয়ে ফুটবো সেখানে,
কানেকানে কব কথা।
আধখানা দিয়ে নীরব থাকলে
আরো আধখানা কেড়ে নেবো,
তোমার বিতানে ছয় ঋতু জুড়ে
ফুল ফুটিয়ে ই যাবো।
১৬/১০/২২