২০৬ বার পড়া হয়েছে
ক্যানভাস
পুষ্পিতা চট্টোপাধ্যায়
সুযোগ এসেছে মেলানোর
দুরে সরে যাওয়া যত টান
ক্যানভাসে সুখী পরিবার
তুলিতে আঁকেন ভগবান।
ফিকে হয়ে যাওয়া যত রঙ পৃথিবীর ক্লান্ত অবকাশে
অস্ত্রহীন যুদ্ধ থেমে যাবে
সুযোগের নয়া ক্যানভাসে।
সব ঝড় থেমে যাবে ঠিক
ষড়ঋতু মেলে দেবে সাঁকো
সবুজে সবুজ গাছপাতা
ক্যানভাসে জীবনকে আঁকো
জীবনকে আগে ভালবাসো
ভালবাসো অসহায় প্রাণ
ভালবাসি কবিতার দেশ
ভালবাসি বিরহের গান।
ভালবাসো নীল নীলাকাশ
আগামীর স্বপ্ন এঁকে রাখো
অহেতুক বন্দী ভাবো কেন
এ জীবন ভালবেসে থাকো।