পুনরাবৃত্তি
(ফারহানা হ্যাপি তাসমিন)
সন্ধ্যার ধূসর রঙ টাও আঁধারে বিলীন হয়
গোধূলির রঙেও নামে আঁধার।
জীবনের নিষ্ঠুর আহুতি
জীবনের আনাচে কানাচে কতো শত মায়ার বন্ধন ছিন্ন হয়।
সজ্জিত গৃহ অবহেলায় হয় মলিন
শক্তির দেয়াল ফেটে চৌচির
গৃহ থাকলেও আশ্রয় মেলেনা সবার।
প্রলয় যখন বয়ে যায় , তখন সে চেয়েও দেখেনা
একটি বৃক্ষের বৃক্ষ হয়ে ওঠার পিছনে কতো শতো ক্ষতোর চিহ্ন
নিয়েই শেষ পর্যন্ত বৃক্ষ হয়েছিলো সে
সবুজের গল্পে ভুলেছিলো যে জন্মের কষ্ট।
প্রলয়ের তান্ডবে যতো ফুল ঝরে পড়েছিলো
একটি ফুল মিটিমিটি হেসেছিলো সেদিন জল কাঁদার মাখামাখি দেখে
সখ্য করেছিলো জল কাঁদার স্যাতস্যাতে গল্পের সাথে
মনে পড়ে একটি ফুল থেকে বৃক্ষ জন্মের ।
কতো দীর্ঘশ্বাস, কতো হাহাকার, বিচ্ছেদ ব্যাথা বেদনা
লুকিয়ে যাদের বাঁচতে হয়
তারাই জানে অসংখ্যবার জন্ম নেবার কি তীব্র ব্যাথা সয়ে নিতে হয়।
পুরোনো জন্মের পুনরাবৃত্তি নতুনের প্রেক্ষিতে
এক জীবনে অসংখ্যবার মৃত্যুর পরেও জন্ম নিতে হয়।
এক জীবনে অজস্র জীবন কেঁদে চলে
কখনো মৃত্যু তে, কখনো জন্মে।
যার মৃত্যু হয় সেই জানে প্রলয় স্পর্শ করেই মরেছিলো সে
যখন আবারো জন্ম নিতে হয় তখনো প্রলয় স্পর্শ করেই জন্ম নেবে সে ।
এক জীবনে অসংখ্যবার, আমার জন্ম আর মৃত্যুর পুনরাবৃত্তি।
২ Comments
Congratulations
সুন্দর লেখনী