৪৯৫ বার পড়া হয়েছে
পুনঃ জন্ম
জাকিয়া আক্তার
——————————————
আবার জন্ম নিয়ে নতুন করে আসতাম যদি ত্রিজগতে ,
থাকতোনা কোনো বাঁধাবিঘ্ন ইচ্ছামতন আমায় ভালবাসতে।
চলে যেতাম তোমায় নিয়ে এই লোকলায় ছেরে ব-হু দূ-রে।
যেখানে থাকবে অরণ্য পাহাড়
দিয়ে ঘেষা ঝর্নার প্রবাহিত শব্দে যেন মনটা কারে।
যেখানে নাই হানাহানি হিংসা বিদ্বেষ থাকবে শুধু পাখ পাখালির মুখরিত গানের সুর।
পাক পাখালির সুরের সাথে যখন মিলিত হবে তোমার সুর তখনি হবে সু-মধুর ।
গোধূলি লগ্ন পার হয়ে যখন সাঁঝের বেলা নেমে আসবে,
ছইলা গাছে জোনাকি পোকারা
ঝাড় বাতির মতন জ্বলবে।
তাই দেখে তোমার উথাল পাথাল
মন উম্মাদ হয়ে আমায় ভালবাসবে।
জোসনা রাতে ঘুরে বেড়াবো পাহাড়ের চূড়ায় চূড়ায় আনন্দে-উল্লাস
মনে হবে যেন স্বর্গের
বিলাস।
ও গো তুমি বলিও আমায় আগের জন্মের যত কথা ছিল
লুকানো সবই আমার কানে কানে,
বলতে পারোনি সংকোচে সংকটের সময় স্বল্পতার কারণে।
এখন নেই মোদের কোনো তারা।
গল্প শুনতে শুনতে কখন তন্দ্রাহারা।
ঘুম ভাঙ্গিবে পাখির ডাকে সমুদ্র
তরঙ্গে মুখরিত হবে ধরা।
দু-জনে মিলে ঝাপিবো সমুদ্র তরঙ্গের তালে তালে ।
চলে যাব দুজনে সমুদ্র তলদেশে
কুড়িয়ে আনবো মুক্ত দুহাত
ভরিয়ে, সমুদ্রের কূল ঘেষে
বসে গাথবে মুক্তার মালা পরাবে আমায় গলে।
মোদের ভালোবাসা দেখতে চার পাশে গাংচিলেরা করবে এসে ভিড়।
সমুদ্র থেকে উঠে আসবে হাঙ্গর কুমিরও ডলফিন ভরে যাবে তীর।
চলে যাব দুজনে মিলে সেই আকাশ ছুঁতে নীলগীরী।
গিয়ে দেখবো আকাশের সাথে মেঘের চলছে আড়ি।
মেঘের সাথে করবো আমরা দুজন লুকোচুরি।
তোমার মাঝে আমি হব বিলীন ,
মেঘ আমাদের ভালবাসার কাছে হেরে গিয়ে সে অট্টহাসিতে হাসবে,
তার সেই হাসিতে আলোকিত হবে এই বিশ্ব ভুবন আর থাকবে না কোন সীমাহীন।
নেমে আসলো যখন সন্ধ্যা
সপিবো মোদের দুটি প্রাণ।
যদি স্বীকার করে সে মোদের দুজনের তান।
তখন মিশে হবো আমরা একাকার।
পরপারে গিয়েও আমি হব যে তোমার।