২২১ বার পড়া হয়েছে
পাষাণ পৃথিবী
ফিরোজ পাটওয়ারী
পাষাণ পৃথিবীতে ক্ষণজন্মা হয়ে
পেয়েছি অনেক কিছু,
বুঝতে পেরেছি আজব জগৎ’টি
বড্ড উঁচু-নিচু!
এখানে মানুষ ভালবাসা বিকিয়ে
দুঃখটাকেই কেনে,
প্রয়োজনের তাগিদে আপন হওয়া
মানুষদেরকেই চেনে!
এখানে মানুষ দুঃখ-দুর্দিনে
যাঁদেরকে কাছে পায়,
স্বার্থান্বেষী মনগহীণে আবার
তাদেরকেই ভুলে যায়!
এখানে মানুষ বড়ই নিঠুর
রয়না মনে পিছুদিন,
তবুও মানুষ তোমাদের তরে
রইল আমার অনেক ঋণ!
জন্মেছি আমি তোমাদের জন্য
লুটে-পুটে খেয়ে নিও,
বিনিময় তেমন চাইবনা কিছু
কষাঘাত’টা একটু দিও!
ক্ষমা করবে জানি নিশ্চিত
যদি থাকে অজ্ঞতা কিছু,
ধন্যবাদ এবং কৃতজ্ঞতাসহ
অনুরোধ নিয়ে ঘুরছি তব পিছু!
১ Comment
congratulations