পালা বদল
শাহনাজ শারমিন
এখন আর আগের মতো ভাবি না,
কে আমাকে ভাবল মনে রাখল
কিবা মনে নাইবা রাখল এসব নিয়ে।
মন খারাপটাকে সরিয়ে দিয়েছি দূরে বহু দূরে
কষ্টটাও আজ আর কান্নার বৃষ্টি হয়ে ঝরে না।
সময়ে সব সম্পর্কগুলো ফিকে হয়ে যায়
বদলে যায় আকাশ নিলীমার মতো।
যার জন্য মনটা একসময় বড্ড তুমি তুমি করে
সেই তুমিটা কেউ না হওয়ার কষ্টটা
আজ আর আমাকে আঘাত করে না।
আমার তুমিটা যে আমার নয় এটা বুঝতে পেরেছি বলে।
ভাবছ আমি কেন পাল্টে গেছি তাই না,
আসলে,
কষ্টগুলো বুকের মাঝে জায়গা দিব
সেই জায়গা খালি নেই,
সবটুকুই ভরে গেছে।
তবে কী জানো,
আমি একটু হাসতে শিখেছি, যে হাসিতে শব্দ নেই
যে হাসির কোন আনন্দ প্রকাশ নেই।
শুধু আপন মনে একা একা হাসি।
মাঝে মাঝে বিশাল আকাশের দিকে তাকিয়ে ভাবি
আকাশের বিশালতা বড়, নাকি আমার কষ্ট?
উত্তর পাইনা শুধু প্রশ্ন করি আর প্রশ্ন করি।
তুমি বলেছিলে পাহাড়ের কান্না নাকি ঝর্না।
আমি বলি ঝর্না পাহাড়ের কান্না নয়।
পাহাড় পানির মিলনের জল নৃত্য।
কান্না জল যে তেতো স্বাদের হয় তুমি কী জান।
ক্ষণে ক্ষণে কতবার আকাশ তার রং পাল্টায়
হাওয়া তার দিক পরিবর্তন করে
ঢেউ আছড়ে পড়ে তীরে আবার ফিরে যায়
প্রকৃতির টানে পালা বদলের খেলা কিন্তু
মানুষ পাল্টায় কারণে অকারণে
পাল্টায় শুধুই কারণে অকারণে।