পারাপার
সালমা আক্তার মুন
কে আপন, কে বা পর?
সৃষ্টি, ষোলো কলা একই হাতে,
ধ্বংস তারই এক ঈশারাতে,
দেখার ভেতর অন্য এক দেখার আধার,
কেবল গ্রহণ লাগা সময়ের পারাপার!
কেন?
দায় ঠেকে, ডেকে নেয়া,
তাড়নার তোড়ে বেঁধ গড়া,
মনের মোহে, মরমী মরা,
এক নয়, নয় বাঁধা, চিরস্থায়ী শিকলে,
সম্পর্কের গোলক ধাঁধাঁ, মেঘমালা জলে!
ঐতো
শূন্যে শূন্য মারে চাল
বাষ্প, ভাসায় মেঘের ভেলা
বৃষ্টি ভেঙে জলের খেলা,
জল গড়িয়ে নেমেছে, জল তরঙ্গরূপে
মুগ্ধ শিশু, মহাকাশে চালে, চাল ধোঁয়া ধুপে!
মিষ্টি
হাসির মুক্তোয় ফুল,
গৌরবে ফুঁটে, ঝরেও যায়,
গন্ধ, সজীব শোভা ছড়ায়,
অপার শোভা স্পর্শ করে পরিপূর্ণতা,
জীবন রচে ভাংচুর আর গড়নের কথা!
এ তো,
ধরায় অধরা জ্ঞান,
কেউ কারো নয়, অধরার,
জেনে শুনে, নিজেরই হার,
চেনা-অচেনা নদীর, সাগরমূখী চলন,
আশা-প্রত্যাশার ঢেউ, সময় করে হরণ।
১ Comment
Congratulations..