১৮০ বার পড়া হয়েছে
শিক্ষা ফুলের সুবাস দিয়ে
পারভেজ হুসেন তালুকদার
শিক্ষা ফুলের সুবাস দিয়ে মনের মহল গড়ি,
শিক্ষা ফুলের সুবাস দিয়ে জীবন সাধন করি।
শিক্ষা ফুলের সুবাস দিয়ে খেলি আলোর খেলা,
শিক্ষা ফুলের সুবাস দিয়ে রঙিন করি বেলা।
শিক্ষা ফুলের সুবাস দিয়ে থাকছি হাসি খুশি,
সারাজীবন মিলবে সুবাস এমন আশাই পুষি।
১ Comment
অসাধারন, আলোর বিকাশ ছড়িয়ে পড়ুক সর্বত্র। শুভ কামনা করি।