নির্জনা
পারভীন শীলা
নির্জনা।
ভোরের সূর্যটার মতোই তুমি সত্য ছিলে আমার।
হাত ধরে পাশাপাশি হেঁটেছি বিস্তীর্ণ বনভূমিতে,
লোকালয় থেকে বহুদূরে, মেঠোপথে, সবুজের সমারোহে।
যেখানে নির্জন পাহাড়,ঘাস,ফুল,কোকিলের গান,
আর এক চিলতে সোনালি আকাশ।
জাগতিক এই নিয়মে তুমি একদিন আমার হাত ধরেছিলে,
বলেছিলে,পৃথিবীর বুকে একদিন সভ্যতা বিলীন হবে,
নেমে আসবে উচ্ছৃঙ্খলতা
জন্ম নিবে মানুষরূপী শেয়াল আর শকুনের আত্মা,
কুঁড়ে কুঁড়ে খাবে এ সভ্য সমাজকে!
বলেছিলে আরো,
সেদিনও তুমি আর আমি পাশাপাশি হাত ধরে
সভ্যতার লক্ষ্যে এগিয়ে যাবো।
আমাদের অস্তিত্ব বিলীন হবে না কোনো কালে।
অনন্তকাল ধরে এই আমরা শান্তপ্রকৃতির জীব,
আমরা আছি আমরা থাকবো।
নির্জনা।
আজ তুমি কোথায়?
আমার পৃথিবীতে তোমাকে বড়ো প্রয়োজন!
তুমি কি হারিয়ে গেছো?
সময়ের চোরাগলিতে কি বাঁধা পড়েছো?
কালো ছায়ায় ঢেকেছে কি তোমার মুখ?
তুমি কি মূক হয়ে আছো?
ফিরে আসো নির্জনা!
শতাব্দীর নীল অন্ধকারে লুকিয়ে আছে যে রূপ,
তারেই খুঁজি ঘুরে ঘুরে শতবর্ষ পরে,
বর্ষার খোলা আকাশে,
হিজল -তমালে,
পরিপূর্ণ জগতের কাছে।
ফিরে আসো নির্জনা!
তোমাকে বড্ড বেশি প্রয়োজন!
১ Comment
wow. very good job.