১৪৬ বার পড়া হয়েছে
অতীত
পারভীন শীলা
আমার অতীত দুরন্তপনা সেই ছেলেবেলা
মাঠেঘাটে বৃষ্টির জলের সাথে খেলা করা
ভোরের শিশিরে জড়ানো খালি পায়ে
মেঠোপথ চলা
সারা দিনমান ঘুরেফিরে ধুলোমাখা গায়ে
ঘরে ফেরা সন্ধ্যা বেলা।
আমার অতীত কৈশোরের সেই ডাঙগুলি খেলা
পুকুর, ডোবা, বিলের জলে মাছ ধরা
পানকৌড়ির মতো ডুব দিয়ে শাপলা শালুক তোলা
দীঘির জলে সাঁতার কেটে কাঠ ফাটা রোদ্দুরে বসে থাকা
সোনালী রোদ্দুরে ঘাসফড়িংয়ের পিছে ছুটে চলা।
আমার অতীত যৌবনের সেই গোপন প্রেমের হাতছানি
ঘুমের ঘোরে স্বপ্নে দেখা চিরচেনা সেই মুখখানি
হাতে হাত রেখে কথা বলা আর অবাক চাউনি
সুপ্ত বাসনায় লুকিয়ে রাখা সে অমর কাহিনি।
১ Comment
very good job. Congratulation.