১৪৬ বার পড়া হয়েছে
কর্মবীর
পারভীন আকতার
ভয় দেখানোর দিন শেষ,
দায়িত্ব কর্তব্যে মোরা অবিচল অশেষ।
চাকরী করি গোলামী নয়,
সত্য নিশান উড়াব নির্ভয়।
ভুল ত্রুটির উর্ধ্বে মানুষ নয়,
বস নয় বন্ধুত্ব সৃষ্টিই প্রকৃত জয়।
যেদিন থাকবে না গদি ক্ষ্যামতা,
সেদিন ভাব কী করবে জনতা।
আজকে এ আসবে কালে সে,
তড়িঘড়ি সব ঠিকঠাক দুষ্ট নাশে।
নির্ভয় চাপমুক্ত চাকরী জীবন চাই,
লাথি গুঁতো মেরে দাপটের দিন নাই।
সবারই আছে ইহকাল পরকাল,
সম্মানে থাকি যেন কর্মবীর চিরকাল।
———————-
পারভীন আকতার
শিক্ষক, কবি ও প্রাবন্ধিক।
চট্টগ্রাম।