১৩৪ বার পড়া হয়েছে
একটি কবিতার জন্য
পাপিয়া খানম
আমার লড়াইটা
একটি কবিতার জন্য,
যুদ্ধ, মনের সাথে, জনের সাথে
ভালোবাসা আর কৃষ্ণচুড়ার সাথে।
কলমটা আমার
একটি কবিতার জন্য,
নদী আকাশের সাথে, ফুল পাখির সাথে
আর মিতালী তোমাতে আমাতে।
হৃদয়টা আমার
একটি কবিতার জন্য
তপ্ত মরুভূমি সাথে বৃষ্টি,
সূর্য রশ্মির সাথে রংধনুর বর্নিল ক্যানভাস।
কাব্যটা আমার
একটি কবিতার জন্য,
অবিন্যস্ত কিছু পংক্তিমালার সাথে
অভিযোগ আর অনুযোগের মিলনাভাস।
তরঙ্গায়িত মনটা আমার
একটি কবিতার জন্য,
ঢেউয়ের সাথে বিক্ষুব্ধ জলরাশি
বালুকা বেলায় আদর সমুদ্র আঁচলে।
নাটোর,
৩/০৯/২০২১