১৪০ বার পড়া হয়েছে
খণ্ডিত কবিতা
পাপিয়া খানম
৩০/১০/২০২১
অনুভূতিগুলো আজ শব্দ চয়নের পংক্তি মালা,
আবেগগুলো ঐন্দ্রজালিক কাব্যিক সমাহার।
বিশ্বাসের অতীন্দ্রিয় প্রহরী আস্থা হারায়ে
ভালোবাসা সেখানে, তেমনি ভাবলেশ ফানুস
উড়ছে উড়ছে মেঘমালায় দ্বিধা দ্বন্দ্বের নিরসনে।
একটুকরো কাগজ,অবিন্যস্ত ক’টা লাইন
“আমি আছি শেষ পর্যন্ত অপেক্ষায়”
অস্তিত্ব জুড়ে পরিভ্রমণ, নিশিদিন কালক্ষেপণ
হারায়ে ফুরায়ে আর-একবার খুঁজে ফিরি
কোন অখন্ডিত কবিতার শেষ স্তবকে
ঠিকানা নিরুদ্দেশ, সর্বত্রই উপস্থিতি
তবুও নেই কোন অস্তিত্বের অনুধাবন।
১ Comment
good;