আমার একটা মেয়ে চাই
আয়েশা সিদ্দিকা কনক
আমার একটা মেয়ে চাই,
যে হাসলে হাসবে গোটা পৃথিবী,
যার ডাকে ভোর হবে আমার আঁধার রাতের।
আমার একটা মেয়ে চাই,
যার দু’পায়ের নূপুরে হাসবে ঘর।
যার পেছন পেছন ঘুরে বেড়াবে ছোট্ট বিড়াল।
আমার একটা মেয়ে চাই,
যার হাতের আঁকা ছবিতে ভাসবে স্বপ্ন,
যার মুখের বুলিতে বাঁচবে আমার কবিতার শব্দ।
আমার একটা মেয়ে চাই,
যার জন্য আমি আকাশ হবো,
যে আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াবে ছোট্ট পরী।
আমার একটা মেয়ে চাই,
যে কাঁদলে নামবে অমাবস্যা,
যাকে পেয়ে মিটবে আমার সারা জনমের তৃষ্ণা।
আয়েশা_সিদ্দিকা_কনক
স্থান: টরন্টো, অন্টারিও, কানাডা।
তারিখ: বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ / ২৪ জুন ২০২১ খ্রীস্টাব্দ