১৪৪ বার পড়া হয়েছে
পাখিটির শোকগাথা
রোকেয়া ইসলাম
লেকের পাড়ের গাছটিতে ঠায় বসে থাকে
একটি সবুজ পাখি
পাখির ঠোঁট শুধু নিরব কান্না
ধানমন্ডির লেকে বয়ে চলে শতাব্দীর জল
পাড় জুড়ে নধর সবুজ গালিচা
গাছে গাছে পত্র পল্লবের মেলা
বত্রিশের এপাড়ে এলে আমার সমস্ত সত্তায় তিনি
তার তীব্র সংগ্রামের উল্লাস
তবুও পাখিটা আর ডাকে না।
অগাস্ট মানেই অগ্নিঝরা ক্রন্দন
আকাশ উপচানো শোক
ঝরে পড়া পাতায় পাতায় বিলাপ
অগাস্ট মানেই পাখিটা কালো চোখে অশ্রু
অগাস্ট এলে বলতে চাই পাখিটি কথা
পাখিটি ম্লান বসে থাকে
পাখিটি বুকে আঁকা বঙ্গবন্ধুর নিহত রাত
পাখির বুকে বাংলাদেশের শোক গাঁথা।
পাখিটি ঠায় বসে থাকে বত্রিশ নম্বরের
একটি গাছে…..
১ Comment
Congratulations