পশ্চাদভিমুখে ফেরা
(বৃষ্টি মাসুদ)
পুরাতন ক্যানভাসে নতুনের রং তুলি,
স্মৃতিগুলো ধূসর জেনেও রঙিন ছবি আঁকি।
জীবন কাব্যে হারিয়ে যাওয়া কথামালা খুঁজে খুঁজে,
ধরে রাখার চেষ্টা অবিরত দেয়াল কাব্যে সাজিয়ে।
আয়নায় যার প্রতিবিম্ব অবিকল সেই যে আমি,
সনাতনী সঞ্চিত বাক্সে হাতছানি পাই ধ্রুপদী গল্পের।
যতটুকু আছে লেখা কর্ম বাকি এ মানব ললাটে
খণ্ডিত হবে সময়ের হাতে সুখ দুঃখ আসে তারই বরাতে।
অতৃপ্ত আত্মার আবর্তে থাকে জৌলুসময় প্রেমের স্বপ্ন,
স্বার্থপরতার প্রহসনে ভাঙে জীবন কাহিনির রচিত নাট্য।
হারানো স্মৃতির সিন্ধু পাড়ে খুঁজি যাপিত জীবনের সুখছবি,
ব্যথাতুর হৃদয়ে ঘুম থেকে জেগে দেখি আলোকময় সেই নিষ্কল রবি।
২ Comments
congratulations.
দারুন উপস্থাপনা