১০৫ বার পড়া হয়েছে
পরিচয়।
(মাহবুবা ফারুক)
তোমরা বলো, কান্না আমাকে মানায় না
আমিও তো জানি আমি হাসতে চাই
জগতের সব দুঃখকে অবহেলা করে হাসতে চাই
তারপরও দেখো কোথা থেকে উড়াল মেঘের মতো
দলা দলা কান্না এসে আমার চোখে ঘর বাঁধে
ওরা বাষ্প হয়, তারপর জল হয়, তারপর
আলপনার মত চোখকে সাজায়
নদীর মত বয়ে বয়ে নেমে যায়
আমার চোখ দুটো তখন অশ্রু বৃক্ষের ফলের মতো
ঝরে ঝরে প্রমাণ করে নিজেকে।