১৬৯ বার পড়া হয়েছে
পদ্মা সেতু
[তসলিমা হাসান]
পদ্মাসেতুটা শরীয়তপুরের নয়
পদ্মাসেতুটা ফরিদপুরেরও নয়
পদ্মসেতুটা টুঙ্গিপাড়ারও নয়
বরিশাল বা খুলনাবাসীরও নয়……..
পদ্মাসেতুটা পৃথিবীর বুকে নিখুঁত উপমাময়!
পদ্মা নিয়ে কিসের এতো রাজনীতি?
পদ্মাসেতুটা তাড়ায় মনের ভীতি।
পদ্মাসেতুটা বাঙালির উঁচু শির;
পদ্মাসেতুটা শ্রেষ্ঠ রুপেই বিস্ময় পৃথিবীর!
পদ্মাসেতুটা উন্নয়নের জোয়ার
পদ্মাসেতুটা শ্রেষ্ঠ আলোক ফোয়ার।

পদ্মাসেতুটা বাঁধা না মানার ঢল;
পদ্মাসেতুটা বাংলাদেশের অর্জিত ফলাফল।
পদ্মাসেতুটা উন্নয়নের সাড়া
পদ্মাসেতুটা শক্ত ভিতেই খাড়া!
পদ্মাসেতুটা জোরা লাগানোর সেতু;
দিনবদলের তাড়া এবং চমকিত ধুমকেতু।
পদ্মাসেতুটা স্বপ্ন সফল কাজ
দেশ ও জাতির সফল হাসিই আজ
বাঙালির মনে তৃপ্তিভরা সুর;
বিতর্ক নয়…সব মানুষের উৎসাহ ভরপুর!
পদ্মাসেতুটা না পাওয়া সব ভয়
পদ্মাসেতুটা তাড়ায় অবক্ষয়
পদ্মাসেতুটা ভবিষ্যতের মান;
পদ্মাসেতুটা স্বদেশ গড়ার শ্রেষ্ঠ আহবান।
তসলিমা হাসান
কানাডা: ১৫-০৬-২০২২
১ Comment
congratulations