“ন্যায্যতা”
“বৃষ্টি মিনা”
আমি করতে চাই এক যুদ্ধ
যুদ্ধ করে করতে চাই সব শুদ্ধ,
কাঠ যেমন পুড়ে হয়রে কয়লা
সাবান দিয়ে ধুলে যায় যেমন ময়লা।
ন্যায্যতার যুদ্ধ বড় কঠিন
তামা এখানে পুড়ে হয়রে টিন,
এখানে সত্যিকারের রূপ রাখা যে দায়
সবাই দাঁড়ায় সুযোগ সুবিধার নায়।
আমি চাইনা কোন পদ
সামনে আমার আসুক যত বিপদ,
সৎ পথে মরে যাওয়াই ভালো
যদি আমার জীবনে না জ্বলে কোন আলো।
দিতে চাই না কোন কুপরামর্শ
তাতে আমি পাই না কোন হর্ষ,
কষ্ট দেখলে হইয়ে বিমর্ষ
তাতেই আমি পাই নতুন আদর্শ।
ন্যায্যতার যুদ্ধে কেউ দেয়না সায়
দূর থেকে সবাই করে হায় হায়,
যেদিকে ভার, সেই দিকে দেয় সব রায়
সুযোগ পেলেই মদ আর মাংস খায়।
ন্যায্যতার হয়ে গেছে মাটি
সুন্দর করে কবরটাকে রেখেছে পরিপাটি,
ভিতরে রেখেছে ন্যায্যতা সম মরা মানুষ
যাতে না হয় কারো হয়।