নোয়াখালীর হাতিয়ায় একটি পুকুর সেচে পাওয়া গেছে ইলিশ মাছ। এ ঘটনায় হইচই পড়ে গেছে পুরো এলাকায়।
রোববার (২৯ আগস্ট) ভোরে হরনী ইউনিয়নের বয়ার চরে মো. বেলালের পুকুরে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি পাওয়া যায়। পরে মাছটি বাজারে বিক্রি করা হয়।
বেলাল জানান, শনিবার (২৮ আগস্ট) রাতে পুকরের পানি সেচ দেন। রোববার ভোরে পুকুর থেকে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে একটি ইলিশ মাছও পান। খবর শুনে মাছটি দেখতে পুকুর ঘাটে ভিড় জমান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী মো. আশরাফুল বলেন, ‘সচরাচর ইলিশ মাছ জীবিত পাওয়া যায় না। তার ওপর পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে। নিজের চোখে জীবিত ইলিশ দেখতে ভোরে ওই বাড়িতে গিয়েছিলাম।’
বিষয়টি শুনেছেন জানিয়ে হরনী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মাওলানা আবু সাইদ জানান, জোয়ারের পানি আসায় হয়তো ইলিশ মাছটি পুকুরে চলে এসেছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুস সাকিব খান বলেন, যদি জোয়ারের লোনা পানি পুকুরে প্রবেশ করে তাহলে লোনা পানির সঙ্গে পুকুরে ইলিশও প্রবেশ করতে পারে। দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে বলেও জানান তিনি।