১৭২ বার পড়া হয়েছে
নৈসর্গিক বাসরে
তসলিমা হাসান
(প্রিয় কবির জন্মবার্ষিকীতে অনেক শুভেচ্ছা প্রিয়তম! )
আজ আসো তুমি-
শামুকের খোলস ছেড়ে
আজ দুচোখ খুলে রোদ দেখো …
দেখো আকাশ …
আমি তার পরতে পরতে
নীল স্বপ্নের বাসর সাজিয়েছি!
আসো তুমি –
শামুকের খোলস ছেড়ে!
দেখো, তোমার পায়ে পায়ে রেখেছি-
আমার উষ্ণ ভালবাসার ছোট্ট ছোট্ট
মায়াবী স্বপ্নগুলোর রঙিন প্রজাপতি-
ওড়বে ওরা, তোমার গায়ের মিষ্টি সুবাসে-
সবুজ ঘাসে …
কবিতার অক্ষরে …
তোমার গায়ের গন্ধ মেখে মেখে …!
আজ আসো তুমি-
আমার আসমানী আঁচলে ….
হলুদ ভালবাসার সুরভী মেখে বুনেছি…
বেহিসেবি রাত জেগে জেগে….!
আজ মিলবো … মিলাবো …প্রাণ …
নৈসর্গিক বাসরে ….!
তসলিমা হাসান
কানাডা, ৩০-১১-২০২২
৩ Comments
অপূর্ব মুগ্ধতা শুভ কামনা নিরন্তর
অনবদ্য প্রকাশ মুগ্ধতা
প্রেমের হাতছানি আর ভালোবাসার ডাক। ধন্যবাদ কবি তসলিমা হাসান।