নৈঃশব্দ্যের আর্তনাদ
কুলসুম আক্তার সুমী
দীর্ঘ অব্যবহারে ধুলো জমছে বীণার তারে—
মনপাড়ায় জোড়া শালিকের আনাগোনা নেই।
ডাকপিয়ন ভুলেছে আমার ঠিকানা,
ব্যথার ভাঁজ খুলে বসে আছে বিষণ্ণ সময়।
প্রকৃতিতে বিরহের অশরীরী বিলাপের সুর…
বাতাসে দীর্ঘশ্বাসের করুণ শীতলতা।
ফিরে যাবার তাড়া—
যাই যাই বলছে ওপাড়ার সবুজেরা।
অনাদর, অবহেলা রোমন্থন করে
কান্না গাঁথি বোবা চোখের কোণে।
অভিশাপ নয় নিয়ত মঙ্গল কামনায়…
প্রেম পাঠাই তোমার শহরে।
ওদিকে, আকাশের বুকে হাহাকার জমছে
ছাইরঙা ছোপ ছোপ—
ঝরছে না, উড়ে চলেছে দূর অজানায়,
আর কোনো আকাশে, তোমার আকাশে!
পথে যেতে যেতে সঙ্গী হবে—
পাহাড় চূড়ায় জমা অব্যক্ত অভিমান,
সূর্যমুখীর পাপড়িতে জমা শিশির বিন্দু,
বিরহে আহত ভাটফুলের মৌ…।
উড়ে উড়ে ক্লান্ত মেঘ ঘণীভূত হয়ে
গড়িয়ে পড়বে তোমার গন্ড বেয়ে—
কিংবা আছড়ে পড়বে উষর মরুতে…
নৈঃশব্দ্যের আর্তনাদ যতো!
USA: ০৩ অক্টোবর, ২০২২
১ Comment
অসাধারণ।