২৪৭ বার পড়া হয়েছে
ভালো ছেলে
নূরুল ইসলাম (মানিকগঞ্জ)
এক যে আছে মোদের ক্লাসে একটি ভালো ছেলে
ডাকে তাকে সবাই মিলে ফিরোজ মিয়া বলে।
ফিরোজ মিয়া পিতামাতার আদরের ছেলে
পড়াশোনা করে সে যে খেলাধুলা ফেলে।
মা তাহারে বললেন সেদিন আদর করে
স্কুলে যাও আজকে তুমি ডিসকো জামা পড়ে।
ডিসকো জামা পরবো না মা, ফিরোজ মিয়া বলে
স্কুল ড্রেস পড়তে হবেই স্কুলেতে গেলে।
স্কুলের নিয়ম ভঙ্গ হবে ডিসকো জামা নিলে
লেখাপড়ায় ভালো, ফিরোজ নিয়ম মেনে চলে।
১ Comment
Good