আমার শহরে তোমায় নিমন্ত্রণ
এই অপরাহ্নে চল হারাই
মৃত্তিকা মায়ায়
জারুল ছায়ায়
ঘাসের চাঁদরে
ভয় নেই হাতটা শক্ত করে ধরো
আমার শহরে শুনো সমুদ্রের কান্না ফেনিল জলোচ্ছাস
নিরাপদ বলয়ে
কম্পনে কায়ায়
মৃদু আলোয়
উঁকি দেয়া সূর্যের ঝলকানিতে ধুরুধুরু বুকে
আমার শহরের আকাশ দেখো কতটা নীল
নিরিবিলি নির্বাসন
কোলাহল বিমুখতায়
বিষন্ন বিধুরতায়
খড়কুটো কুড়িয়ে রেখে যাই স্পর্শের ঋণ
আমার শহরে তারার মিছিলে জোছনায় ধোয়া কাঁধে মাথাখানি
ক্রমিক সুখে
অলিগলি ঘুরে
সুপ্রসন্ন হও
হৃদি অনুভবে হারাই সুখের সুতনু ছন্দে
আমার শহরে প্রতিটি সূর্যোদয় সূর্যাস্তে
উদিত হও
শুদ্ধ হও
দুহাতে জাগাও
বরষার নব জলধারায় তোমায় ছুঁয়ে কদম ফুটুক
প্রথম হও
সবুজ হও
উর্বরা হও
বৃত্তচাপের শেষ প্রান্তে দুটি বিন্দুর মতো
ব্যাসার্ধের প্রণয় সুতোয় বোনা
পূর্ণময় সুন্দর |
২ Comments
অনবদ্য লিখনী
Very good job. Congratulations.