১৯১ বার পড়া হয়েছে
হৃদয় এর বন্ধু
নুরুন্নাহার পান্না
বন্ধু হয়ে আমার যখন হাতটা ধরে ছিস,
বন্ধু হয়েই চিরকাল হাতটা ধরে রাখিস।।
বন্ধু মানেই দুই দেহ এক ই আত্বা,
বন্ধু মানে এক ই রাতে এক টাই সত্বা।।
তুই আমার আপন জন তুই আমার কলিজা,
শত্রু আসলে বলবো আমি তোরা দূরে সরে যা।
চোখ টা যখন বন্ধ করি তোকেই শুধু দেখি,
কলম টা হাতে নিলে তোর কথা ই লিখি।।
এই হৃদয়ে কোন জায়গায় তুই বসে আছিস,
বন্ধু হয়ে ভালোবেসে কাছে টেনে নিস।
তুই যখন অভিমানে কথা বলিস না,
তখন আমি মরে যাবো এটা ভুলিস না।।
আমার হাতে হাত রেখে কথা দিয়ে যা,,
চিরোজীবন পাশে থাকবি আমায় ছেড়ে যাবিনা।।
সব মানুষ ই বন্ধু ছাড়া থাকতে পারে না,
একটা বন্ধু সবার জীবনে কি আসতে পারে না।।
২ Comments
দারুণ লিখেছেন ।
very nice response. Congratulations