নুরুন্নাহার পান্না’র কবিতাগুচ্ছ:
অচেতন সুখের পোনা
আমি মানসিকভাবে ক্লান্ত, বিচলিত,
দুর্ভাবনা আর দুশ্চিন্তারা বিক্ষোভে জড়িত।
স্বাধীনতারা এখন বন্দি কারাগারে,
সুখ সাগরের পানি গুলো শুকিয়ে গেছে রুদ্রর খরতাপের জোরে।
গণতন্ত্ররা স্বপ্ন দেখায় বাহারি রঙিন সুস্বপ্ন,
ঘুম ভেঙে গেলে দেখি দাঁড়িয়ে আছে অদ্ভুত বীভৎস দুঃস্বপ্ন।
জীবনতো অচেতনতায় কেটে গেল,
হেটে গেলো সুসময়ের আনন্দঘন সোনালী মুহূর্তগুলো।
ডানাকাটা পায়রারা যুগ যুগ ধরে গৃহবন্দী,
হাসিগুলো কৃপণতায় সীমাবদ্ধ আমার সাথে করে না সন্ধি।
সোনালি সময়
৬/১০/২০১৬
জীবন মানে মৃত্য কে ছুই ছুই,
বাঁচার আস্থায় জেগে রই!
চাহিদা গুলো ভীষণ বড় হয়ে যায় ,
সমার্থের কাছে হার মেনে দ্বারায়!
একটা জীবনে আছে কত চাওয়া ,
দুঃখ -কষ্ট, গ্লানি কাছে ডেকে নেয়া!
তবুও দুঃখ দ্বারায় গোপনে স্বরবে ,
জোনাকিরা সুখ খুজে রাতে নিরবে!
হৃদয়ের আশানুরুপ আংশিক সুখ হবে ,
সুখের সাম্রাজে যাবে কি?
কে কবে?
পায়নি কেউ সুখ আধো আলোয় খেলায় ,
জীবন এক রঙিন সপ্নের সাজানো মেলায়!
জীবনকে সাজাবার সোনালি সময় আসে যখন,
অনাকাঙ্ক্ষিত দুঃখ এসে দ্বারায় তখন!
অসুস্থতা সবাইকে কামরে ধরে,
কেউ কেউ বেঁচে যায়
আবার কেউ কেউ ধুকে ধুকে মরে।
বৈধতা গুলো জেগে উঠ
যেখানে অগণিত দুশ্চিন্তা দুর্ভাবনারা আকাশসীমা উপেক্ষা করে,
নিরবে নিঃশব্দে ঝাপিয়ে পড়ে সুখ সমৃদ্ধির বাহুডোরে,
দুশ্চিন্তা দুর্ভাবনারা বাসা বেঁধে বসবাস করতে শুরু করে অনন্তকাল,
রয়েছে বেদনারা অসুভ, বেমানান অদৃশ্য ধূসর বর্ণের বীভৎস হাল,
অযত্নে-অবহেলায় দুঃস্বপ্নগুলো দীর্ঘ পরিসরে বেড়ে ওঠে,
সুখগুলো ছোট হয়ে একাকিত্বের দাবানলে হাপিয়ে ছুটে,
বৈধতা গুলো দুর্বল, ক্লান্ত, নিথর হয়ে পড়ে,
সোনালি স্বপ্নরা যাতনার যাঁতাকলে যুগ যুগ ঘুমিয়ে পড়ে
২ Comments
very nice poetry; congratulations.
খুব সুন্দর। শুভ কামনা❤❤