নীল বেদনা
আফলাতুন নাহার
একদিন আমি শান্ত হবো
মনের ক্লান্তিগুলো মুছে ফেলবো
শরীরের ধুলোবালি ঝেড়ে ফেলে
চলে যাবো মনের খোলা আঙিনায়,
যেখানে গাছে গাছে সাদা ধবধবে
বেলী ফুল ফুটে আছে।
স্বর্গ থেকে মা বললেন,
কিছু ফুল তুলে নিয়ে আয়
বসার ঘরে সুগন্ধ ছড়াক।
মনের অবয়বে তখন সবুজ রঙের শাড়ি,
কপালে টিপ।
মনটা স্নিগ্ধ কিন্তু বিষন্ন,
মা কী আমাকে ছুঁয়ে দিলেন তবে!
অলৌকিক শূন্যতা অনুভব করলাম।
চারিদিকে অন্ধকার।
ভাষাহীন নিরীহ জীবনে
কিছুটা উষ্ণতা চাই,
নি:শব্দের মাঝে শব্দ চাই,
অনিশ্চয়তার মাঝেও স্বপ্ন দেখতে চাই।
চাই সুষমাময়ী আমার মাকে।
কবেকার কোন বন্ধ দুয়ার খুলে তোমাকে দেখতে চাই মা!
নীল ব্যর্থতা যে আমাকে জড়িয়ে আছে।