কবি সৈয়দা রোখসানা বেগম’র প্রথম কাব্যগ্রন্থ ‘নীল প্রেম’পাওয়া যাচ্ছে একুশে বইমেলা ২০২৪ সহ সারা দেশে।
নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমি কর্তৃক পরিচালিত অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে কানাডা প্রবাসী কবি সৈয়দা রোখসানা বেগম’র একক কাব্যগ্রন্থ: নীল প্রেম। কানাডা প্রবাসী চিত্রশিল্পী সৈয়দ ইকবাল এর প্রচ্ছদে বইটির প্রথম ফ্ল্যাপ্সে মূল্যায়ন লিখেছেন কবি নির্মলেন্দু গুণ।
মুখবন্ধ লিখেছেন কানাডা প্রবাসী কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান। তিনি লিখেন-
মানুষের অনুভূতির কোন রঙ হয় না। তবে বেদনার রঙ নীল, ভালোবাসার রঙও নীল।স্বপ্নগুলো হয় রঙিন। তাই আমরা ভালোবেসে স্বপ্নের পথ ধরি। আমরা রঙিন করি আমাদের পথ চলা।
ভালোবাসার মতো মরমি চেতনাই পারে একজন মানুষকে বাচিঁয়ে রাখতে। আমরা ভালোবেসে প্রেমের কবিতা লিখি। কবিতা ভালোবাসা ও প্রেমের শব্দের প্রকাশ। শব্দের বুননে প্রেমের কবিতা ছড়ায় মাধুর্য।
সৈয়দা রোখসানা বেগম এর কবিতার বইটি পড়ে আমার কেবলই মনে হয়েছে আমি প্রেমের সাগরে ভেসে যাচ্ছি। এ যেনো এক অসীম ভালোবাসার নিরন্তর পথচলা। নীল প্রেমে ছেয়ে গেছে যেনো পুরো বইটি। ভালোবাসায় মোড়ানো যেনো এ বইয়ের প্রতিটি অক্ষর।
কবিতা জীবনের কথা বলে, ভালোবাসার কথা বলে, যুদ্ধের কথা বলে, প্রতিবাদের কথা বলে। তাই কবিতা নিজেই একটা আস্ত “জীবন“।
সব কবিতা গুলোই যে ভাব সূএে গাঁথা তার মূল সুরটিই হোল ভালোবাসা ও প্রেম।
কবিত্বের এমন নিরাভরন ও মরমি প্রকাশ নি:সন্দেহে প্রশংসনীয়।
কবি ও কথাসাহ্যিতিক
তসলিমা হাসান
টরেন্টো।
__________________
প্রচ্ছদ: সৈয়দ ইকবাল (কানাডা প্রবাসী লেখক ও চিত্রশিল্পী)
বইমেলা স্টল # ২৬৬, সোহরাওয়ার্দী উদ্যান।
বইটি সংগ্রহ করতে: ০১৭১৫৩৬৩০৭৯
বইটি প্রকাশ করেছে: প্রতিবিম্ব প্রকাশ
যোগাযোগ- বাড়ি: ১১, সড়ক: ০৩, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।