নীল প্রজাপতির
আলী আকবর বাবুল
আমি ভাঙ্গনে মুষড়ে পড়ি দুঃসহ কান্নায়
নীরব- বক্ষ- ফাঁটা ক্রন্দনের সঙ্গী,
বেলা শেষে পেছনে আমায় ফেলে পালালে
নির্জনতার একান্ত আঁধার রাতে নীলাভ আলো জ্বেলে
ধরনীর বুকে রুপালী শিখায় সঙ্গী করে
আমি পড়ে রইলাম মরীচিকার গন্তব্য দুপুরের।
ছায়াহীন মনের ক্যানভাসে উত্তপ্ত অনলে
তুমি চলে গেলে অন্যরকম এক শহরে
আমি পড়ে রইলাম গোধূলি বেলার ধূসর নগরে।
তবে আমাকে রাখলে অনেক দুরে,
শূন্য সীমাহীন চিরচেনাহীন নিথর ঘরে।
সুনীল আকাশের নীল প্রজাপতির ডানার হংস হয়ে
আমি চলেছি ডানাবিহীন এক অজানা জীবনে।
তবু আমি দেখি সবুজ প্রকৃতির প্রেম,
জীবনে জেগে আছি,
নির্জীব এক ঝরা প্রেমের আশ্রয়ে।
জীবনের মাঝপথে আসতে না আসতে
উদ্দেশ্যহীন, গন্তব্যহীন শূন্যে ভেসে চলা
স্বপ্নের পথে নীল প্রজাপতির কষ্টের দিন তুমিহীনা।