নীল উপাখ্যান
।।সাজ্জাদ ইসলাম।।
সব ঠিক চলে কলে ঘোরে চাকা ঘোড়ার গাড়িতে
ব্যস্ত ব্যবসায়ী, কত রাজ্য জয় করে ফিরে আসে
আপন অন্ধরে, ঘুম যায়, দুধ খায়, শিল্প-আঁকে
আদম সুরত অন্ধ সময়ের গোপন কোটরে
যদি ডাকে স্মৃতি-পাখি, জেগে উঠে অচেনা উন্মাদ
অস্থির চাবুক দিয়ে, চন্দ্র সূর্য ছিড়ে, বাস টেম্পু
গুড়িয়ে, তামাম পথে অন্ধকার বীর্যগুলি করে
অকারণে বসে থাকে দীঘল রাত্রির নীল বাঁকে
নীল পাখি উড়ে যায় বেগুনি বাতাসে…কত ফলে
চুমু দিয়ে ক্ষত করে, কত ফুলে ছড়ায় কর্কট
জ্যামিতিক বৃদ্ধিপ্রাপ্ত কোষে কত শোক থাকে
পাখি সেকি তুমি জান,
নাকি এটা এক মিছেমিছি খেলা?
নীল তুমি মিথ্যা, মায়া, মরীচিকা, তবু বেঁচে আছি!
করি কাজ, দেখি স্বপ্ন, হৃদয়ের বিষের প্রভাবে!
১ Comment
Congratulations