১৭০ বার পড়া হয়েছে
নিস্তব্ধতা
(নিপা খান)
আজ তুমি নেই
আমার দুচোখ ছাপানো জলধারা
তোমার মতো করে কেউ ভালোবাসে না
কেউ আদর বা শাসন করে না।
আমি যেন মুক্ত হতে গিয়ে বন্দি হয়ে গেলাম।
তোমার সরব উপস্থিতি আমায় মুগ্ধ করত।
বড্ড ক্লান্ত আর নিস্তব্ধ হয়ে গেছে মন
নিজেকে আর কোলাহলে রাখতে পারি না।
নিজের মনেই নিজেকে বুঁদ হয়ে থাকি।
তোমার মতো করে কেউ বোঝেনি এ জীবনে
পরজন্মে কি রাখবে আমায় স্মরণে!
১ Comment
Congratulations