ফিরে দেখা
নিশাত জেসমিন
(কবি আল মাহমুদের কীর্তি দিয়ে লেখা আমার জন্মদিনের কবিতা)
ইতিহাস দেখ বাঁক ঘুরে গেছে ফের ইতিহাসে?
ইচ্ছে আমার যাব আমি পাখির কাছে ফুলের কাছে।
জলকে চলে কালের কলস কাঁখে কাবিলের বোন
বিচূর্ণ আয়নায় করির মুখ! একি দুর্বিসহ দিনযাপন!
যমুনাবতী শোন তবে তুহিন তামান্না উপাখ্যান
ছায়ার সঙ্গে মায়ার লড়াই করো প্রত্যাখ্যান।
চারপাতার প্রেমে নেই কবির আত্মবিশ্বাস
প্রেমপত্র পল্লবে উঠুক নেবু ফুলের গন্ধ ও সুবাস।
মরু মুষিকের উপত্যকায় ছুটছে বখতিয়ারের ঘোড়া
এ গল্পের শেষ নেই নেই কোনই আগাগোড়া।
একটি পাখি লেজ ঝোলা এ যে মোল্লাবাড়ির ছড়া
প্রিয় পঞ্চমী সোনালী কাবিন হয়েছে কি পড়া?
জলবেশ্যা ও তাহারা খেতাব পেল নিশিন্দা নারী
মায়াবী পর্দা ভেদ করে দুলে ওঠো সপ্তর্ষি ভেদ করি।
এ গল্পের শেষ নেই এ যে লোক লোকান্তরের কল্পকাহিনি
যেমন দেখেছি তাকে অপরুপা সে যেন মায়াবীনি।
তুষের আগুনে পুড়ে গেছে হায় কবির কররেখা!
পানকৌড়ির রক্তে হলো ফড়িং ধরার গল্প লেখা।
যেভাবে বেড়ে উঠি ভাবছি লিখব আত্মজীবনী
যুদ্ধই জীবন যে যুদ্ধে কেউ জেতেনি।
মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম
জীবন যখন বাঁকে ঘোরে হে আলোকবর্তিকা তোমাকে পেলাম।
কবি আল মাহমুদ তুমি আমাদের দিয়ে গেছ অমূল্য গ্রন্থাবলী
তোমার অমর কীর্তি দিয়ে জানাই জন্মদিনের শুভেচ্ছা বাণী।
২ Comments
অসাধারণ।তাৎপর্যিক লিখা
ভাল লাগলো।অভিনন্দন।
সুন্দর উপস্থাপন ।