নিয়োগ বিজ্ঞপ্তি:
পদের নাম: লেটারিং আর্টিস্ট
সাধারণত বুক কভার ডিজাইনের ক্ষেত্রে আমরা যে জিনিসটার ভ্যারিয়েশনের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেইটা হচ্ছে লেটারিং। একই বা ইম লেটারিং বা ফন্ট আমরা দ্বিতীয়বার / দ্বিতীয় কভারে না রাখার চেষ্টা করি। তো, এই জিনিসটা যাতে পরবর্তীতে ব্যহত না হয় এজন্য একজন লেটারিং আর্টিস্টের প্রয়োজন আমাদের।
যারা বাংলা লেটারিং নিয়ে কাজ করেন এবং আমার সঙ্গে কাজ করতে আগ্রহী তারা আমাকে নিজেদের কাজের কিছু স্যাম্পল সহ মেইল করতে পারেন।
মেইল এড্রেস: info@protibimboprokash.com
*অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
*যাদের কাজে ভ্যারিয়েশন আছে তাদেরকে উৎসাহ দেয়া হচ্ছে।
*বিস্তারিত জানতে যোগাযোগ করুন/অফিসে এসেও দেখা করতে পারেন।
প্রতিবিম্ব প্রকাশ:
(সৃজনশীল লেখকের ঠিকানা)
অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯
ইমেইল: khair.hrm@gmail.com
info@protibimboprokash.com
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash