নিন্দিত প্রিয়তম
মোহাম্মদ আবদুল কাইয়ুম
পরদেশী মেঘ গেছে উড়ে সেই যে কবে বহু দূরে
সাদা আর কালোর বিভেদ যেনো দেয়াল জুড়ে।
মিছে খোঁজা সোনাপুর সুখ সে তো কোন সমুদ্দুর,
ভালো আর মন্দ চিরকাল দ্বন্দ্ব হবে কি আর ভোর
ভেঙ্গে দিয়ে আড়মোড় কাটবে কি আঁধারের ঘোর?
পৌষালীবায় কাঁপুনি ধরায় দুষ্টহনু আড়ে আড়ে চায়,
অবলীলায় অপকর্ম করে যায় সজ্জনের ছত্রছায়ায়।
কে রোখে অবোধে সাধ্য কি তায় কলির জামানায়!
গল্প কথায় বলে যায় বিমূর্তপ্রতীক মুখোশে সভ্যতায়,
হাজারো জন অপরাধ করে এমন উপরের বদান্যতায়,
কাজীর গরু কিতাবেই গোয়ালে নাই কারণ অজানায়।
শক্তের ভক্ত নরমের যম চলে হরদম পাবে কি ক্ষম?
পালাবে কোথায় ঠাণ্ডাবেড়ীতে বাঁধবে যে দিন যম!
এখনও কুয়াশা দু’চোখে বর্ষা জীবন দুরন্ত দুরাশা নম,
নিঃসঙ্গ শেরপা সম খুঁজে শৈত্যে ওম ভালোবাসা মম,
মৃত্যু এক সুধা যা তাড়িয়ে বেড়ায় অনুপম সে প্রিয়তম !
১ Comment
সত্যি অসাধারণ