১১২ বার পড়া হয়েছে
নিজের কাছে জবাবদিহি
অহনা নাসরিন
সূর্য ডুবে যাওয়ার মতো কিছু কথাও হারিয়ে যায়
কথা কি আর জমিয়ে রাখা যায়!
অনেক কথা বলার থাকে,
গোপন কথা আপন কথা
এমনকি প্রেমের কথা
কথার পিছে কথা গেঁথে মালা গাঁথা কি সহজ কথা!
রোজ কথা বলা যার স্বভাব সে কি আর কথা জমাতে পারে?
‘তুমি বললে কথা বলে কি হবে?
সপ্তাহে একদিন- আয়েশ করে আমরা কথা বলবো।’
সপ্তাহকে দিন-ক্ষণ দিয়ে ভাগ করে খুব কাছে নিয়ে যাই
মনকে সান্ত্বনা দেই-
আহা আর কিছুক্ষণ;
সময় আসে সময় যায়।
হায়
জমানো কথারা যেন কোথায় হারিয়ে যায়।
একদিন আমিও কথার মতো হারিয়ে যাবো,
সেদিন কিছুটা হলেও অনুতাপে পোড়বে আর ভাববে-
সে যেন কি বলতে চেয়েছিলো?
১ Comment
ভাল লিখেছেন।