১১৮ বার পড়া হয়েছে
সমালোচক
নিজাম উদ্দিন
(নাজরান , সৌদিআরব প্রবাসী)
নিজেকে নিজে হয়নি চেনা
পর’কে চিনি খুব,
সমালোচনার ঝড় তুলে
আত্মসম্মানের লোভ।
সন্দেহভাজন অবিশ্বাসী মন
অন্যের ত্রুটি খোঁজে সদা ।
শুনে না মন কারো শাসন
নিজের চাই উচ্চ আসন
মুখে যে তার মধুর ভাষণ,
শিখতে চায় না মন কিছুই
শিখাতে চায় আমরণ।
সমালোচনায় ব্যস্ত সবে
হয় না সময় জ্ঞান অন্বেষণ
মন রয়েছে বহুদূরে তাই
হারিয়ে খোঁজে ধন ও জ্ঞান।
২ Comments
মাশাআল্লাহ,আত্ম সমালোচনা মূলক কবিতা।ধন্যবাদ প্রিয় কবি
বাহ অসাধারণ সৃষ্টি