৩০২ বার পড়া হয়েছে
নিজকে এখন নিজেই…
দেবদাস হালদার
আর কাউকে নয়
নিজকে
এখন
নিজেই ভালোবাসি;
একটা কিছু হলেই
নিজের
অমনি
দৌড়ে কাছে আসি।
মান অভিমান যা-ই-বা
করি
তাও কিন্তু
এই নিজেরই সাথে;
একলা ঘুমাই একলা
খাই একলা
বেড়াই
তাইতো দিনে রাতে।
আমিই এখন আমার
আপন
অন্যেরা তা
মোটেও কিন্তু নয়;
ভালোমন্দে যেমনই
থাকি
বিধিকে ছাড়া
পাই না কাউকে ভয়।