নিউইয়র্কে গুণীজন সম্মাননা:
০৪ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিল্পসাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে সার্বিক অবদানের জন্য বাংলাদেশ ও প্রবাসের কয়েকজন গুণীকে সম্মাননা প্রদান করলেন ‘সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম” (South Writer & Asian Journalist Forum)। সম্মাননা পেলেন প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যার প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, লেখক-সাংবাদিক মনিজা রহমান, ছবির কবি নেহার সিদ্দিকী , কবি-সাংবাদিক আকবর হায়দার কিরন এবং লেখক-সাংবাদিক শিব্বির আহমেদকে।
অনুষ্ঠানে আমেরিকায় বসবাসকারী বোদ্ধা ও গুণীজনরা বক্তৃতা ও আলোচনায় অংশ নেন এবং কবিতা পাঠ করেন।
উপস্থিত গুণীজন ও নবীন-প্রবীণ কবিসাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব বেলাল বেগ, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, অভিনেত্রী রেখা আহমেদ, রাজনীতিক নিজাম চৌধুরী, চিত্রশিল্পী রাগীব আহসান, কবি শামস আল মমিন, সাংস্কৃতিকজন শহীদ উদ্দিন, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, কবি হাসানআল আবদুল্লাহ, অভিনেতা খায়রুল আলম পাখি, ছড়াকার শামস চৌধুরী রুশো, প্রবীণ সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, আবৃত্তিকার মিথুন আহমেদ, সাহিত্য একাডেমির মোশাররফ হোসেন, মুক্তধারার বিশ্বজিত সাহা, দ্য অপটিমিস্টস-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ চৌধুরী রানা, মাকসুদা সুলতানা, শারমীন রেজা ইভা, আবীর আলমগীর, আমেরিকান লেখক এলিজাবেথ অর্টিস, কবি ভায়লা সালিনা, শেলী জামান খান, লেখক সাংবাদিক রওশন হক, লেখক সাংবাদিক রোকেয়া দিপা, লেখক, কবি, কলামিষ্ট, সাংবাদিক এইচ বি রিতা।, রোকেয়া আক্তার, ফেরদৌসী সুলতানা, নতুন প্রজন্মের জারিন মায়িশাসহ অনেকে।
কিরন সাহেবের বইদুটোর উপর প্রধান আলোচক ছিলেন মাইন উদ্দিন আহমেদ। বইগুলো নিয়ে বিশ্লষণধর্মী কথা বলার সময় তিনি বলেন, সুসাহিত্য হচ্ছে মানবতার গঠনতন্ত্র। তিনি কিরন সাহেবের বইগুলো কি কি কারণে পাঠকপ্রিয় হয়েছে সে বিষয়েও কথা বলেন। লেখককে গদ্য-পদ্য দুরকম লেখাই চালু রাখার জন্য তিনি অনুরোধ করেন।
অনুষ্ঠানে আকবর হায়দার কিরনের সদ্য প্রকাশ হওয়া দুটি গ্রন্থ ‘জ্যাকসন হাইটস জার্নাল’ (অন্বয় প্রকাশ) ও ‘সেভেন ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা’র (অনন্যা) উপর নিউইয়র্কে বসবাসকারী কবি-সাহিত্যিকগণ আলোচনা করেন।
প্রতিবিম্ব প্রকাশের সম্মানিত উপদেষ্টা: প্রবীণ সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় ছাড়াও কবিতায় আধুনিক ধারার ক্রমবিকাশ বিশদ আলোচনা করেন।
উল্লেখ্যঃ শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন)-এর সম্মানিত উপদেষ্টা।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন কবি মনিজা রহমান ও আইরিন রহমান।
# নিউইয়র্ক/আমেরিকা প্রতিনিধি
৩ Comments
congratulations .
সম্মানিত সাহিত্যপ্রেমী প্রিয় বন্ধুগণ,
সবাইকে জানাই অশেষ অভিনন্দন!
মানবিকতা ও বিবেক প্রসুত ভাবনাদের
মাতৃভাষায় চর্চ্চিত করে সৃষ্ট সাহিত্যের
সবার সম্মিলিত প্রয়াসে হোক অর্জন —
বিশ্ব দরবারে সর্বোচ্চ মর্যাদার আসন!
শুদ্ধ চেষ্টায় এগিয়ে যাব, চাইনা করুণা,
সবার জন্য রইল অপরিসীম শুভকামনা!
অনেক অনেক শুভকামনা সবার জন্য।।