নিঃশেষ হবো
শিরীন ইয়াসমিন
সারাদিন ঝিরিঝিরি বৃষ্টিতে হেঁটে বেড়াই;
আত্মার ক্রন্দনে যে বৃষ্টির ধারা বইছে, তা লুকাই নানা ছলনায়।
কালবোশেখী ঝড়ো হাওয়ায় ছিন্ন হৃদয়ের ক্ষত ঢাকতে ঝড়ের সাথে ধেয়ে চলি।
হৃদয় গহীনে যে শূন্যতা তা ঢেকে রাখি যেন নির্মোহ আমি।
শত কামনার কবর রচে হেসে বেড়াই সারাদিন, যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি।
ছিন্নভিন্ন হৃদয়টা লুকিয়ে দুর্দান্ত অভিনয়;
যেনো এবারের অস্কারের যোগ্য কেবলই আমি।
বিবেক বলে, মনকে এতো পাত্তা দিও না,
তবুও হতচ্ছাড়া মনটা দূর্দান্ত প্রতাপে বলে বেড়ায়, ভালো নেই– আমি।
কতবার ভেবেছি মনটাকে পিছনে ফেলে
এক দৌড়ে পৌঁছে যাবো, দিগন্ত রেখা
যেথায় আকাশ ছুঁয়েছে,
মনটাকে আকাশের মতো বিশাল করে নিবো এও ভেবেছি;
মাঝে মাঝে এও ভেবেছি,
রঙ ধনুর সাত রঙে সাজিয়ে নিবো মনটাকে;
উড়ে বেড়াবো শরতের মেঘের সাথে, যেনো
শুভ্র মেঘই আমার জন্ম জন্মান্তরের সাথী।
বিচ্ছেদের যে সুর তুলেছ, তা যেনো ছুঁতে না পারে আমায়;
তাই আকাশেই স্থায়ী বসত গড়েছি।
আকাশ থেকে যে শুটিং স্টার খশে পড়বে
ওটা আর কিছু নয়, আমার হৃদয়ের খণ্ডিত অংশ।
এভাবেই নিঃশেষ হবো আমি, নব প্রেম জালে জড়াবে তুমি।
একই ধারায় পৃথিবী এগুবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর,
ক্লান্ত পৃথিবীও মরে যাবে একদিন।
০২-১০-২০২২
১ Comment
চমৎকার উপস্থাপন