আর দেখা হবে না, দীর্ঘ এক বছরের বেশি সময় স্যারকে মিস করছিলাম
না ফেরার দেশে প্রিয় আলীম স্যার।
চিরবিদায়ের সময় -১৮ই আগস্ট-২১, সন্ধ্যে- ৬.৩৫ মি.।
স্যরের রূহের মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা।
সাহিত্য সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করেছিলাম বা দীক্ষা নিয়েছিলাম যাঁর কাছ থেকে। যাঁর সাহিত্য আলোচনা শুনবার জন্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতাম আমরা অনেকেই। আজ তিনিই না ফেরার দেশে প্রিয় আলীম স্যার। সাদা মনের মানুষ। দীর্ঘ সময় ধরে আমার দেখা, কোনো অহংকার বা রাগ দেখিনি স্যারের কোনো দিনও ।
অনেক স্মৃতি আছে স্যারের সাথে…………..
ওপারে ভালো থাকবেন স্যার, বেহেস্তের মাকাম আপনার জন্যে, চির শান্তি শুধু আপনারই প্রাপ্য স্যার।………………Amin…