১৬২ বার পড়া হয়েছে
সবাই জেনে গেলো
নাসিরুজ্জামান (টগর)
কাঙালিদের নামটা শুধু
খাচ্ছে বাবুর দল,
মিছেই কেন কাঙালি ভোজ
নামটা দিলি বল?
অনাহারী পথভোলাদের
খাবার মুখে দিয়ে,
কেমন করে ঢেঁকুর ছাড়িস
লজ্জা গেছে ধুয়ে?
নিত্য তোদের হচ্ছে বাড়ি
কোর্মা পোলাও জর্দা,
দিন ভিখারির জোটে নারে
একটা গোশের টুকরা।
হয়তো আশায় বুক বেঁধে সে
আসছে তোদের কাছে,
কয়েক টুকরো গোশত খাবে
মাস তিনেকের পরে!
সবই তোরা খেয়ে নিলি
হোই-লি পরিপাটি,
অনাহারী ফিরলো ঘরে
দিনটা করলো মাটি।
যাদের নামে ভোজটা দিলি
বলনা ক’জন পেলো?
বড়ো কাঙাল নেতারা আজ
সবাই জেনে গেলো।