বিষাক্ত ছোবল
নাসরীন
২৭/৯/২০২১
চারদিকে লাশের গন্ধ মানুষ খেকো ভয়ঙ্কর হায়েনাদের বিষাক্ত দাঁতের ছোবল।
বিবেকের আদালত ঘুণে ধরা সমাজের বেড়া
জালে অবরুদ্ধ।
জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবীরা ভয়ে ত্রাসে জড়সড় হয়ে নির্বাসনে।
আমড়া কাঠের ঢেঁকিরা ফিটফাট বাবু সেজে
সুদ, ঘুষ দুর্নীতিতে বিশেষজ্ঞ।
সাদা মনের মানুষ বুদ্ধিহীন, হাবাগোবা ও পাগল
খেতাবে ভূষিত।
ভণ্ড, প্রতারক, ভিলেন ও অপরাধীদের রামরাজত্ব।
বৃক্ষ নিধন, নদীর নাব্যতা হরণ,পাহাড় ধ্বংস, বিশুদ্ধ খাবারে ফরমালিনের হুুলি খেলা।
মিথ্যাবাদী, জমিনে ফেতনা কারী মতলব বাজদের কারণে সমাজ কাঠামো ভঙ্গুর।
আকাশে বাতাসে বাজ পাখি শকুনদের অবাধ
বিচরণ।
চারিদিকে পঁচা সরা লাশের গন্ধে মাছির
আনাগোনা।
বিশুদ্ধ অক্সিজেনে দুষিত কার্বন গ্যাস নিঃসরণে
ভারসাম্যহীন প্রকৃতি।
মানবরূপি দানবের ভয়াল ছোবল এ যেন
বিভীষিকা ময় কালো রাত্রি।