১) বৃষ্টি
আসছে বৃষ্টি,
রিমঝিম বৃষ্টি।
টিপটাপ রোদ্দুর।
বৃষ্টির নেই ঘুম,
নেই কোন ক্লান্তি।
আসছে বৃষ্টি
ঘরে নেই কোন মন,
আর কোন দৃষ্টি।
বৃষ্টির পথ,
নেই কোন ঘাট।
আম খাও, জাম খাও
নেই কোন স্বাদ ।
মার খাও, চার খাও
নেই কোন রাগ।
কাদা বল, সাদা বল
নেই কোন আলো।
ছাতা বল, লাঠি বল
নেই কোন মানা।
মন বলে ছুটে চলি
নেই কোনো বাধা
বৃষ্টির নেই ঘুম,
নেই কোন ক্লান্তি।
২) ডিজিটাল বাংলাদেশ
আজ আমাদের খুশিরে ভাই, আজ আমাদের খুশি।
ঘরে বসে মোবাইল টিপি।
দেখি বাংলাদেশ, দেখি পৃথিবী।
ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ
যে যেখানে থাকে শুধু মোবাইল টিপে
বাজারেতে গেলে মাথাটা ঘুরে
রাতারাতি বেড়ে চলছে জিনিসের দাম।
ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ,
নেই কোনো প্রতিবাদ।
শুধু কিনছে, থলি ভরছে।
সবজিতে দাম বেশি,
মাছে শুধু ফরমালিন।
খেয়ে রোগে শোকে ভোগে,
শুধু আছে জীবন দাঁড়িয়ে।
নেই কোনো প্রশ্ন, নেই কোনো উত্তর।
এরই নাম ডিজিটাল বাংলাদেশ।
বাংলাদেশ আমারই বাংলাদেশ।
৩। করোনা, কভিড-১৯
করোনা ব্যাধি, করোনা ব্যাধি,
করোনা তোর নাম।
আর কতকাল খেলা করবি
খেলতে খেলতে জীবন নিলি।
তুই কেন মন্দ,
সবখানে গন্ধ।
তোর মুখে গন্ধ,
সবকিছু বন্ধ।
কেন তুই খেলা খেলিস।
কোটি মানুষের জীবন নিলি।
মানুষ এখন বন্দি,
তোর সনে আর করব না কোন সন্ধি।
আর কতকাল জীবন নিবি।
লক্ষ লক্ষ মানুষের জীবন পেলি।
তুই সেজেছিস বহুরূপী,
কবে তুই দেশ ছাড়বি।
মানুষকে মুক্তি দিবি।
খেলতে খেলতে ধরা পড়বি,
এবার তুই হাজত খাটবি।
সবশেষে তুই বিদায় হবি।
নইলে তুই আবার আসবি।
কবি পরিচিতি:
জন্ম: কবি নার্গিস আক্তার ১৯৬৫ সালের ১০ই জানুয়ারিতে গোপালগঞ্জ জেলার আড়পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: হাজী হেমায়েত উদ্দিন মুন্সী, মাতা: হাজী রিজিয়া বেগম, দাদা: হাজী রশিদ মুন্সি। ফরিদপুরে শিশুকাল কাটিয়েছি। ওখান থেকে মেট্রিক পাশ। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে আইএসসি পাস এবং বিএ পাস করেন।
ব্যাক্তিগত জীবন: তিনটি ছেলে নিয়ে ব্যস্ত থাকার কারণে জীবনের কোন পথই বেছে নিতে পারিন নি । এখন তার লেখালেখি করেই সময় কাটে।
বাকিজীবন সাহিত্য চর্চা করেই কাটাতে চান….
১ Comment
চমৎকার!