৩১২ বার পড়া হয়েছে
নারী
হাসিবুর রহমান
কথায় কথায় বাপের বাড়ি
একটু ঝগড়া হলে,
তোমার সংসার তুমি কর
যাব বাপের বাড়ি চলে।
এই সংসারে কি করি না
কথায় কথায় খোঁটা,
আর পারব না, আর করব না
বাইতে সংসারের বৈঠা।
তোমার আম্মা আমায় বলে
আমি কাজ চোর,
তোমার এত বড় বাড়ি
সব কাজ বুঝি মোর।
তোমার আম্মা, চেয়ে থাকে
যেন এক কালনাগিনী,
তোমার বোন শুয়ে থাকে
যেন এক মহারানী।
আর করব না, এই সংসার
যাব বাপের বাড়ি,
তোমার বোন করলে সব কাজ
আর দিব না আঁড়ি।