১৬৬ বার পড়া হয়েছে
নারী
সৈয়দা রোখসানা বেগম
আমি নারী,
আমি অপ্সরী,
আমি পেটে ধরি ও লালন করি পুরুষ ও নারী !
যৌবনে পুরুষ প্রেমে পরে নারীর,
সঙ্গিনী করে বাসা বাঁধে,
সে বাসাকে ঘর করে তুলে নারী,
জন্ম দেয় তার সন্তান,
জলাঞ্জলি দিয়ে তাঁর অবস্থান I
সেই পুরুষের সন্তানের মা, আমি নারী ,
সেই পুরুষের মা , সেও নারী,
নারী তুমি দেবী, তুমি অনন্যা, তুমি অপ্সরী I
________________
বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা
মার্চ ৮/২০২৩