নাম, সর্বনাম।
সুরমা খন্দকার।
খেদোক্তি নিয়ে খুঁজিনি কখনো
কোনো প্রত্যাখানের মানে।
পারিনি কিছুই করতে
বেজায় ব্যকুল মনে দু’হাতে
অবলীলায় ঝরে যাওয়া সময়, সে সব জানে….
ভালবাসি বলায় যে শক্তির পরিচয়
তা এই দূর্দশাগ্রস্ত মনে একান্তে লালিত শক্তি
আমার গোধূলি জমা দু’চোখে
স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? না অজানা দুর্গতি
যাচাই করিনি কভু, মেনে নিয়েছি অবলীলায় …
তুমি না বললেই না হয়ে রয় কথারা
সাজেনা গোলাপ কুঁড়িতে
তুমি এগিয়ে আসলেই
তোমার পাদ দাগ পড়লেই,সৃষ্টি গোলাপ বাগানের
একেই, এতো কিছুর পাওয়া ও সর্বহারা….
জানি, তুমি উদাস নও স্থির পথিক —
বললেই বেরিয়ে আসে জীবন
থরোথরো প্রেম, অস্থির দিক্কিদিক
প্রাণ পায় মরু সমতলে
বেখেয়ালে ছুঁয়ে দিয়েছো- চরণ তলের বুনোফুলে….