১১৬ বার পড়া হয়েছে
অপ্রাপ্তি
নাফিসা খান
আবৃত দশমিকের মনন থেকে উপচে পড়া
ট্রাপিজিয়ামের উপর শব্দহীন দাঁড়িয়ে প্রাক্তন ।
দায় কার? দোষ কার ছিল? কে -কাকে ছেড়ে
গিয়েছিল? অজুহাত?
হৃদয়ের একাংশ টুকরোগুলো গলে নিঃসরিত ,
পান্নার রঙে প্রাপ্তি-অপ্রাপ্তির সংক্ষিপ্তসার ।
স্মৃতির সুতো তর্জনীর ঘুড়ি কেটে ঘুমিয়ে পড়েছে
মহাকালের মাথার বালিশে, আঁধার নেই,
রেটিনা উল্কাবৃষ্টি সাথে বেছে নিয়েছে স্থবির
ছায়াপুরুষ, প্রাক্তণ নয় …..
তবুও, হিমোগ্লোবিনে বাসি মাংসের গন্ধ,
মৃত্যু অথবা শোধ ……
সমাধির ফলক নাম বয়ে বেড়ায়, আর্য!